This song is from the film called "AUTOGRAPH", which tells the story of a superstar and his journey through life. The main character is portrayed by Bengali cinema mega-star Prosenjit Chatterjee while other two important roles by Nandana Sen & Indranil Sengupta respectively. The songs of this film has already hit the market and quite a popular. Here is one of the song from this movie which is my personal favorite. The lyric is simply awesome and so the picturization and composition. The singer of this particular song is Anupam Roy and the song is called AMAKE AMAR MOTO THAKTE DAO. Hope you like both the song and lyric.

আমাকে আমার মত থাকতে দাও
আমি নিজেকে নিজের কাছে গুটিয়ে রেখেছি
যা ছিলনা, ছিলনা তা না পাওয়াই থাক
সব পেলে নষ্ট জীবন
তোমার এই দুনিয়ার ঝাপসা আলো
কিছু সন্ধের গুঁড়ো হওয়া কাচের মতন
যদি উড়ে যেতে চাও
তবে গা ভাসিয়ে দাও
দুরবিনে চোখ রাখব না
না না না না না না...................
এই জাহাজ মাস্তুল ছারখার
তবু গল্প লিখছি বাঁচবার
আমি রাখতে চাই না আর তার
কোনো রাত দুপুরের আবদার
তাই চেষ্টা করছি বার বার
সাঁতরে পার খোজার

হঠাত আকাশ বেয়ে চুপ করে
যদি নেমে আসে ভালবাসা খুব ভোরে
চোখ ভাঙ্গা ঘুমে তুমি খুজনা আমায়
পাশ ফিরে দেখো আমি নেই
আমার জন্য আলো জেল না কেউ
আমি মানুষের সমুদ্রে গুনেছি ঢেউ
স্টেশন এর চত্তরে হারিয়ে গিয়েছি
লাস্ট ট্রেনে বাড়ি ফিরব না না না
না না না না না না .........................

এই জাহাজ মাস্তুল ছারখার
তবু গল্প লিখছি বাঁচবার
আমি রাখতে চাই না আর তার
কোনো রাত দুপুরের আবদার
তাই চেষ্টা করছি বার বার
সাঁতরে পার খোজার
না না না না না না না ..................................